টুমচর ও বশিকপুর ইউনিয়ন লক্ষ্মীপুর-২ আসনে থাকতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০০: ৫০
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০০: ৫৩

লক্ষ্মীপুর সদর উপজেলাধীন টুমচর ও বশিকপুর ইউনিয়নকে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার জেলা প্রেসক্লাবের সামনে টুমচর ও বশিকপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানার হাতে মানববন্ধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহি জহির, সাইদুর রহমান চৌধুরী ভুট্টো, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, বিএনপি নেতা ফখরুল ইসলাম স্বপন, মো. মানিক, যুবদল নেতা মোক্তার হোসেনসহ শতাধিক নেতাকর্মী।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বশিকপুর ও টুমচর ইউনিয়ন লক্ষ্মীপুর-২ আসনের অন্তর্ভুক্ত ছিল। বিগত সময় এই দুটি ইউনিয়নের অনেক উন্নয়ন হয়েছে। বৈষম্য বা বঞ্চনার অজুহাত তুলে যারা লক্ষ্মীপুর-৩ আসনে অন্তর্ভুক্ত হতে আবেদন করেছেন, তারা এখন মানববন্ধন ও আন্দোলন করছেন। আসলে তারা লক্ষ্মীপুর-২ আসনে থাকতে চান না। তারা নির্বাচন বানচাল করতে চান। তারাই পিআর পদ্ধতিতে ভোট চান, নির্বাচনী রোডম্যাপ ঘোষিত ফেব্রুয়ারিতে ভোট চান না।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বশিকপুর ও টুমচরকে যদি লক্ষ্মীপুর-২ আসন থেকে বাদ দেওয়া হয়, তাহলে কঠোর আন্দোলন করা হবে। শত শত নয়, হাজার হাজার নারী-পুরুষ রাস্তায় নামবে। তখন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় প্রশাসন এবং ওইসব চক্রান্তকারীদের নেবে। তাই বলছি, আমরা পূর্বে যে আসনের সঙ্গে ছিলাম, আগামী নির্বাচনেও লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে থাকতে চাই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত