আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের সমাবেশ কাল

চট্টগ্রাম নগরে সাজসাজ রব, বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে উৎসবের হাওয়া

এম কে মনির, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে সাজসাজ রব, বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে উৎসবের হাওয়া

প্রায় ২১ বছর পর আগামীকাল রোববার বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দেবেন। তার আগমন ঘিরে চট্টগ্রামের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।

বিজ্ঞাপন

নগরের ৪১টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। নগর ও ওয়ার্ড নেতারা নানা দিকনির্দেশনা দিচ্ছেন তৃণমূলকে। অপরদিকে পলোগ্রাউন্ড মাঠে কর্মব্যস্ত সময় পার করছেন অন্তত আড়াইশ শ্রমিক।

এরই মধ্যে সমাবেশের মঞ্চ তৈরি, মাইক ও সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ শেষ দিকে গড়িয়েছে। তারেক রহমানের ছবি সংবলিত নেতাকর্মীদের ব্যানার-বিলবোর্ডে ছেয়ে গেছে নগরীর প্রধান প্রধান মোড়সহ অলিগলির মুখগুলো। উৎসুক জনতাসহ নেতাকর্মীরা মঞ্চ দেখতে পলোগ্রাউন্ডে ভিড় করছেন।

সরেজমিনে শুক্রবার বিকালে নগরীর টাইগারপাস-সংলগ্ন পলোগ্রাউন্ড মাঠে গিয়ে দেখা যায়, মাঠের পশ্চিম প্রান্তে কিছু জায়গা খালি রেখে মঞ্চ তৈরি করা হচ্ছে। সেখানে চলছে এক বিশাল কর্মযজ্ঞ। কেউ রশি দিয়ে বাঁশ বাঁধছেন। কেউ মেশিন দিয়ে কাঠ কাটছেন। কেউবা স্টিলের সিঁড়ি স্থাপন ও মাটি খুঁড়তে ব্যস্ত। আবার কেউ কেউ মাইক ও সাউন্ডবক্সগুলো পরীক্ষা করে নিচ্ছেন। কেউ বাঁশের উপরে ওঠে ত্রিপল টাঙানোর কাজ করছেন।

সর্বশেষ বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়া ২০১২ সালে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ করেছিলেন। সেবার ১৬ লাখ মানুষের সমাগম হয়েছিল বলে জানান বিএনপি নেতারা। এবারের মঞ্চটি ১০০ ফুট দৈর্ঘের ও ৬০ ফুট প্রস্থের। সম্পূর্ণ বাঁশ ও কাঠের তক্তা দিয়ে এই মঞ্চ তৈরি করা হচ্ছে। এছাড়া মঞ্চে ওঠার জন্য স্টিলের তৈরি সিঁড়ি নির্মাণ করা হচ্ছে। পলোগ্রাউন্ড মাঠ থেকে কদমতলী ও টাইগারপাস পর্যন্ত ২০০টি মাইক ও ১০টি সাউন্ডবক্স ব্যবহার করা হবে। শুক্রবার রাতে সিএসএফ (চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স) চট্টগ্রামে এসে পৌঁছাবে। এরই মধ্যে চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমাবেশস্থলের আশপাশের নিরাপত্তা ইস্যু নিয়ে কাজ করছে।

সমাবেশে নিরাপত্তার জন্য তিনস্তরে ভাগ করা হয়েছে। এগুলো হলো রেড জোন, ইয়োলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে। যেখানে শুধু কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন। পাশাপাশি চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীরাও থাকতে পারবেন। আর মঞ্চের সামনের একটি অংশকে ইয়োলো জোন যেখানে সাংবাদিক ও নারীদের জন্য পৃথক ব্লক করা হয়েছে। এরপর পুরো মাঠকে গ্রীণ জোন হিসেবে রাখা হয়েছে।

এদিকে ২১ বছর চট্টগ্রামে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে নেতাকমীদের মধ্যে বাড়তি আমেজ বিরাজ করছে। তার আগমনকে ঘিরে পাড়া-মহল্লায় অলি-গলিতে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেউ তারেক রহমানকে নিয়ে বিলবোর্ড দিচ্ছেন, কেউ দিচ্ছেন গুরুত্বপূর্ণ মোড়ে বড় আকৃতির ব্যানার। সকাল-বিকাল বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মিছিল নিয়ে পলোগ্রাউন্ডে আসতে দেখা যায়। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশপাশি সাধারণ মানুষ পলোগ্রাউন্ডের কর্মযজ্ঞ দেখতে ভিড় করছেন।

বিএনপির নির্বাহী পরিষদের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক ডা. এস এম সরোয়ার আলম জানান, তারেক রহমানের আগমণ আমাদের মধ্যে ঈদ ঈদ লাগছে। আমরা বহু বছর পর নিজেদের মাটিতে তারেক রহমানকে দেখতে পাব। তার আগমন উপলক্ষ্যে রাজনীতি চাঙা হয়ে ওঠেছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, তারেক রহমানের আগমনে একটি প্রস্তুতি কমিটিসহ মোট তিনটি উপ-কমিটি কাজ করছে। ইতিমধ্যে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় আমাদের প্রস্তুতি সভা শেষ হয়েছে। নগরে এখন সাজসাজ রব। ২১ বছর পর আমাদের নেতা আসছেন। বলতে গেলে নগর বিএনপির ঘরে এখন উৎসবের হাওয়া।

তিনি আরো বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত পুরো চট্টগ্রাম। দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষও স্বতস্ফুতভাবে অংশ নেবে সমাবেশে। আমরা আশা করছি ১৫ লাখ মানুষের সমাগম ঘটবে ২৫ জানুয়ারি সমাবেশে। সমাবেশে তিনি ঐক্যর বার্তা দেবেন। তিনি চট্টগ্রামকে ঘিরে তার পরিকল্পনার কথাও হয়তো শুনাবেন। একইসাথে চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে পারেন।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, তারেক রহমানের আগমন ঘিরে আমাদের সব থানার ওসিদের সাথে ব্রিফিং শেষ হয়েছে শুক্রবার। আমরা পুরো সমাবেশটাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেব আগে থেকে। ২৫ জানুয়ারির সমাবেশস্থল ও আশেপাশের এলাকার জন্য আলাদা ট্রাফিক সূচি তৈরি করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...