রামুতে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন অপহৃত যুবক

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১০: ১৬

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ক্যাজরবিল এলাকার মৃত গুরা মিয়ার ছেলে এমদাদ উল্লাহকে (৩৫) দুর্বৃত্তরা অপহরণ করে ২৬ মার্চ রাত দুইটায়। ক্যাজরবিলের তার খামারবাড়ি থেকে তাকে অপহরণ করা হয়।

বিজ্ঞাপন

পরে তার স্ত্রীর মোবাইলে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে সমঝোতার ভিত্তিতে আড়াই লাখ টাকা অপহরণকারীদের হাতে পৌঁছে দিলে ২৭ মার্চ রাত ১০টায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া ঢালাইয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এর আগে মুক্তিপণ আদায়ের জন্য তাকে ব্যাপক মারধর করা হয় বলে জানান এমদাদ উল্লাহ।

প্রসঙ্গত, ঈদ সামনে রেখে ডাকাতি ও অপহরণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন রামুবাসী। এ বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। অপরাধীদের ধরতে যৌথ বাহিনীর চিরুনি অভিযান পরিচালনা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত