রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৮

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৮: ৫১

কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্র, মাদক, অপহরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও জুয়ার সরঞ্জাম জব্দসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে৷

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনভর রোহিঙ্গা ক্যাম্পে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাশাপাশি থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ব্যাটালিয়ন আনসার ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এই অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়ার বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জয়নাল উদ্দীনকে (২৭) চাকমারকুল ক্যাম্পে মাদক ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, টেকনাফের ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে মো. শাহ আলমের চায়ের দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন হ্নীলা উলুচামরী ক্যাম্পের নুরুল আলম (৫৮), মোহাম্মদ রহিম (২০), জাহাঙ্গীর (১৮), আনোয়ার ফয়সাল (২১), আব্দুল করিম (২০)। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম, একটি স্মার্টফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়।

এছাড়াও টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত অস্ত্র ও মাদক মামলার আসামি মো. কবির মাঝি (৪৫) ও চট্টগ্রামের হাটহাজারী থানার ২০১৮ সালের মাদক মামলার পলাতক আসামি ছেনোয়ারা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

এপিবিএন সূত্রে জানা গেছে, কক্সবাজারের টেকনাফে অবস্থিত সাতটি রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইয়াবা ও জুয়া সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়। ওয়ারেন্টভুক্ত দুজনসহ ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ১৬-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও অন্যান্য অপরাধ দমনে কোনো ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ৮ জনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত