আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আখাউড়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১টি দেশীয় অস্ত্রসহ সিজান মিয়া নামে ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন জানান, স্ত্রীকে নিয়ে ফেসবুকে লেখালেখি করায় বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর সড়কে দলবল নিয়ে অস্ত্রসহ বন্ধুর ওপর আক্রমণ চালান সিজান। এ সময় তাকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

সিজানের কাছ থেকে দুটি রামদা, চারটি ছুরি, দুটি কুড়াল, তিনটি লোহা ও এসএসের পাইপ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আখাউড়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...