ফেনীতে বিএনপি নেতার বিরুদ্ধে বিচারপ্রার্থীকে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২১: ২৬

ফেনীতে এক বিএনপি নেতার বিরুদ্ধে বিচারপ্রার্থীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী আব্দুর রউফ (৫৫) দৈনিক আমার দেশকে বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশ।

এর আগে বৃহস্পতিবার জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আব্দুর রউফ একই ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে। এছাড়া অভিযুক্ত নুর নবী স্থানীয় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আব্দুর রউফের দাবি, “নুর নবী মেম্বারের সঙ্গে তার কোনো বিষয়ে কোনো রূপ সম্পর্ক ও বিরোধ নাই। পারিবারিক বিষয় নিয়ে নিজ ভাইয়ের সাথে টাকা লেনদেন ও জায়গা-জমির সমস্যা থাকায় বিচারপ্রার্থী হিসেবে ঘটনার দিন তিনি পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান”।

“সেখানে ইউপি প্রশাসক তার কাছে জানতে চাওয়া একটা প্রশ্নের উত্তর দিতে সামনে এগিয়ে গেলে নুর নবী মেম্বার সকলের উপস্থিতিতে তাকে অভদ্র ভাষায় গালমন্দ ও মারধর করেন। কোনো কিছু বুঝে উঠতে না উঠতেই কিল, ঘুষি মেরে তার শরীরে জখম করে”।

আব্দুর রউফের দাবি, “এসময় তার চিৎকারে উপস্থিত সবাই এগিয়ে এসে নবী মেম্বারের হাত থেকে তাকে উদ্ধার করে বাড়ি চলে যেতে বলেন। এছাড়া ইউপি কার্যালয় থেকে বের হওয়ার সময় নবী মেম্বার তাকে হুমকি দিয়ে বলেন- “তুই উক্ত বিষয় এবং তোর ভাইয়ের সাথে ভবিষ্যতে কোনো বাড়াবাড়ি করলে তোর ঘরে আগুন লাগিয়ে তোকে ও তোর পরিবারের সবাইকে পুড়িয়ে ছাই করে দেব”।

আব্দুর রউফ বলেন, “একই সময় তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি প্রদান করেন নুর নবী মেম্বার। এমন হুমকি-ধমকির কারণে বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছেন। এজন্য থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন”।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে”।

এদিকে সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি জানতে নূর নবী মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানান।

অপরদিকে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার ওমর ফারুক সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত