আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কর্ণফুলী টানেলে ব্যাপক লুটপাট করেছে আ.লীগ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

কর্ণফুলী টানেলে ব্যাপক লুটপাট করেছে আ.লীগ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কর্ণফুলী টানেলকে ঘিরে ব্যাপক লুটপাট হয়েছে। কয়েক দফায় বাজেট বাড়িয়ে নিজেদের পকেট ভারী করা হয়েছে, যার মাশুল এখন জনগণকে দিতে হচ্ছে।

শুক্রবার দুপুরে আনোয়ারার বারশত ইউনিয়নের বোয়ালিয়া বড় মাদ্রাসার বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

বিজ্ঞাপন

ডা. শাহাদাত বলেন, শুরুতে কর্ণফুলী টানেলের নির্মাণ ব্যয় ৮ হাজার কোটি টাকা ধরা হলেও তা কয়েক দফায় বাড়িয়ে ১১ হাজার কোটি টাকা করা হয়েছে। তিনি আরও বলেন, “শুধুমাত্র শেখ হাসিনা মাঝে মধ্যে এসে থাকার জন্য ৪৫০ কোটি টাকার পাঁচ তারকা মানের রেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পগুলো এখন সরকারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্পগুলোতে মেগা দুর্নীতি করেছে।”

তিনি আরও জানান, বিএনপি সরকার ক্ষমতায় এলে কর্ণফুলী টানেলকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী রোডম্যাপ নিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, “এই রোডম্যাপে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। দেশের সকল রাজনৈতিক দলের উচিত, নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।”

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এবং সভাপতিত্ব করেন আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন