আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিংবোট থাই জালসহ আটক ১৯

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিংবোট থাই জালসহ আটক ১৯

কক্সবাজার জেলার টেকনাফের সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিংবোট ও থাই জালসহ ১৯ জন আটক হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ নভেম্বর রাত ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলার মাধ্যমে সেন্টমার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিংবোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ বোটে তল্লাশি করে প্রায় ১৫ হাজার টাকার ১২০০ মিটার থাই জালসহ ১৯ জন জেলেকে আটক করা হয়।

জব্দ আর্টিসনাল ট্রলিংবোট, জাল ও আটক জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন