ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আসলাম চৌধুরী

সিপাহী-জনতার বিপ্লবই বাকশালী শাসনের অবসান ঘটায়

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০২: ৩২
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৩: ১০

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ডে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী বলেন, সিপাহী-জনতার বিপ্লবই এদেশে বহুদলীয় গণতন্ত্রের মূল ভিত্তি স্থাপন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে বাকশালীয় একদলীয় শাসনের অবসান ঘটিয়েছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এদেশে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছিল।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক আসলাম চৌধুরী বলেন, বিএনপি ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশ, জাতি ও স্বাধীনতা রক্ষার শপথ নিয়েছে। মনোনয়ন নিয়ে কোনো সংশয় নেই উল্লেখ করে তিনি বলেন, মনোনয়ন আমাদেরই থাকবে, আমরাই নির্বাচন করব। তিনি উপস্থিত নেতাকর্মীদের এবং সীতাকুণ্ডবাসীকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সীতাকুণ্ডের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থানের মর্যাদা বজায় রেখে সীতাকুণ্ডকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করা হবে। পাশাপাশি শিল্পাঞ্চলে বিনিয়োগকারীদের নিরাপত্তা জোরদার ও শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত