মাছ ধরার ছলে ইয়াবা পাচার করতে গিয়ে গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ১৬

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ ২ বিজিবির এক বিশেষ অভিযানে মাছ ধরার জালের মধ্যে বিশেষভাবে লুকানো একটি প্যাকেট থেকে ৩০ হাজার ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা রয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) নাফ নদীতে নাজিরপাড়া বিওপি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, একটি সংঘবদ্ধ চক্র মাছ ধরার আড়ালে নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান পাচারের চেষ্টা করছিল। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে একটি সমন্বিত নৌ-টহল ঘেরাও অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবি সদস্যরা মিয়ানমারের মুংডু খাল থেকে আসা একটি সন্দেহজনক জেলে নৌকাকে বাংলাদেশ সীমানায় প্রবেশ করতে দেখে ধাওয়া করেন। পাচারকারীরা কৌশলে কেওড়া বাগানের দিকে নৌকা নিতে চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে মাছ ধরার জালের মধ্যে বিশেষভাবে লুকানো একটি প্যাকেট থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নৌকায় থাকা তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া এলাকার নজির আহমেদের ছেলে আব্দুল্লাহ (৩০), হাবিবুর রহমানের ছেলে মো. জহির আহমেদ (৫০) ও নজির আহমেদের ছেলে মো. কেফায়েত উল্লাহ (১৮)৷ এ ঘটনায় পলাতক রয়েছে একই এলাকার বাসিন্দা গুরা মিয়ার পুত্র ইমাম হোসেন (৩০)।

২ বিজিবি অধিনায়ক আশিকুর রহমান জানান, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ৩০ হাজার টাকার চুক্তিতে মায়ানমার থেকে ইয়াবার চালানটি বাংলাদেশে পৌঁছে দেয়ার কাজ করছিল। চালানটি ইমান আলী নামে এক স্থানীয় চোরাকারবারির কাছে হস্তান্তরের কথা ছিল। এ ঘটনায় পলাতক ইমান আলীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত