আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা কেইপিজেড এলাকায় পাহাড় ধসে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বৈরাগ এলাকার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) সংলগ্ন পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- বৈরাগ এলাকার মো. আব্দুর রহিমের ছেলে রোহান (১২) ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১৩)। আহতরা হলেন- মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১), আবুল কাশেমের ছেলে সিফাত (১০) ও আরও একজন।

স্থানীয়রা জানান, সকালে কেপিজেড পাহাড়ের পাশে একটি মাঠে বন্ধুরা মিলে ফুটবল খেলছিল। এ সময় পাহাড় ধসে পড়ে কয়েকজন শিশু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোহান ও মিসবাহকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন