চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)
প্রকাশ : ০১ মে ২০২৫, ১১: ৪৫
আপডেট : ০১ মে ২০২৫, ১৫: ০৭

চট্টগ্রামের আনোয়ারা কেইপিজেড এলাকায় পাহাড় ধসে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বৈরাগ এলাকার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) সংলগ্ন পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- বৈরাগ এলাকার মো. আব্দুর রহিমের ছেলে রোহান (১২) ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১৩)। আহতরা হলেন- মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১), আবুল কাশেমের ছেলে সিফাত (১০) ও আরও একজন।

স্থানীয়রা জানান, সকালে কেপিজেড পাহাড়ের পাশে একটি মাঠে বন্ধুরা মিলে ফুটবল খেলছিল। এ সময় পাহাড় ধসে পড়ে কয়েকজন শিশু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোহান ও মিসবাহকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত