উখিয়ায় পৃথক অভিযানে অস্ত্র-ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৩: ৩১
আটক মাদক ও অস্ত্র

কক্সবাজারের উখিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। এসব অভিযানে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ জুলাই) রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় একটি পরিত্যক্ত মাঠ থেকে দুটি দেশে তৈরি ওয়ান শুটারগান (এলজি), দুই রাউন্ড রাইফেলের গুলি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার পুলিশ জানতে পারে, উখিয়া-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে মেসার্স লিমা স্যানিটারি দোকান সংলগ্ন একটি ফাঁকা মাঠে অস্ত্র-গুলি ফেলে রাখা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

অন্যদিকে, একই রাতে রাজাপালং ইউনিয়নের কুতুপালং হাইস্কুলের দক্ষিণ পাশে ‘রাস্তার মাথা’ এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ অয়োসাই ওয়াং মার্মা (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুর মার্মা পাড়া গ্রামের অয়ং সাই মার্মার ছেলে।

গ্রেপ্তার অয়োসাই ওয়াং মার্মার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন বলেন, “অপরাধ দমনে থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত সময়ে পৃথক অভিযান পরিচালনার করে বিপুল পরিমাণ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অস্ত্রবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত