বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ আর চায় না, শান্তিতে থাকতে চায়। তাই ইনসাফ প্রতিষ্ঠায় বাংলাদেশের মানুষ এবারের নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নির্বাচনি অফিস উদ্বোধন ও সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। শনিবার সন্ধ্যায় ফুলমড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে স্থানীয় জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান। ফুলমুড়ি জামায়াতের সভাপতি আবদুল মান্নান হাজারীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য নুরে আলম মিয়াজী, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সাখাওয়াত হোসেন শামীম, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, এলাকার মুরুব্বি আলী আহমেদ হাজারী, জামায়াতের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি ডা. শাহজালাল, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার ইউনুছ, বিশিষ্ট ব্যবসায়ী বদিউল আলম।
সাবেক ছাত্রনেতা আবু ইউছুফের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েব আমির হাফেজ বদিউল আলম, কেন্দ্র যুব বিভাগের সদস্য সচিব সাইফুল ইসলাম, ঢাকাস্থ মুন্সিরহাট ইউনিয়ন নেতা ফরিদ উদ্দিন আহমেদ ভুঁইয়া, বারাইশ গ্রামের সর্দ্দার আবুল কাসেম ভুঁইয়া, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা. বেলাল হোসাইন মিয়াজী, জামায়াত নেতা ডা. এয়াছিন, ব্যাংকার বেলাল হোসেন মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

