হাতিয়ায় বিএনপি নেতাদের চাঁদাবাজি বন্ধের দাবি

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২১: ৫৫

নোয়াখালীর হাতিয়ায় চরআতাউরের ভূমিহীনরা চাষাবাদে বাধা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছেন। দাবি আদায়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ওছখালী প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চরআতাউরের ভূমিহীন পরিবারের সদস্য ও তমরুদ্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পাঁচ শতাধিক ভুক্তভোগী।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, চরআতাউরে দীর্ঘদিন ধরে তারা বসবাস করছেন। বর্ষা মৌসুমে স্থানীয় জমিগুলো চাষাবাদের জন্য উপজেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েছেন। কিন্তু কয়েকদিন ধরে নিজাম উদ্দিন চৌধুরী, আলমগীর কবির ও শামীম উদ্দিনের নেতৃত্বে একদল চাঁদাবাজ ভূমিহীনদের চাষাবাদে বাধা দিচ্ছে। তারা তাদের অনুমোদন ছাড়া চরের জমিতে চাষাবাদ না করতে হুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

জানা গেছে, সম্প্রতি হাতিয়া উপজেলা বিএনপির সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলটির কর্মীরা তিন ভাগে বিভক্ত থাকায় তাদের নেতৃত্ব দিচ্ছেন কয়েকজন মিলে। তাদের মধ্যে অন্যতম নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। তার পেছনে রয়েছে আগামী সংসদ নির্বাচনে এক প্রার্থীর ক্ষমতা। একই সঙ্গে তিনি তমরুদ্দি ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করছেন। আবার চরআতাউরে তার মহিষের খামার রয়েছে। এসব কারণে অভিভাবকহীন স্থানীয় বিএনপিতে তিনি প্রভাবশালী নেতা।

অপর অভিযুক্ত শামীম উদ্দিন সম্পর্কে নিজামের ভাই এবং আলমগীর কবির উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আগামী কমিটিতে তিনি সাধারণ সম্পাদকের পদ চাইতে পারেন।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে নিজাম উদ্দিন বলেন, ‘চরআতাউরে আমার এক দাগ জমিও নেই। দীর্ঘ বছর ধরে চরে বাতান দিয়ে আমার কিছু মহিষ আছে, তা লালন পালন করা হচ্ছে।’

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন আমার দেশকে বলেন, ভূমিহীনদের স্মারকলিপি পেয়েছি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত