জেলা প্রতিনিধি, নোয়াখালী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে চরজব্বর থানার মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য এনায়েত উল্যাহ বাবুল ও নুরুল ইসলাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, 'একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে কটূক্তি কোনোভাবেই মেনে নেয়া যায় না। সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে ইউএনও সীমা লঙ্ঘন করেছেন।'
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন স্বপন,যুববিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ম-আহ্বায়ক মহি উদ্দিন মহিম, আবুল খায়ের আকাশ, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন অনিক, সাবেক আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেকসহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সুবর্ণচর উপজেলার জনসাধারণ।
বক্তারা বলেন, ঈদের পরে একটি সাংগঠনিক পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য উপজেলার হলরুম ব্যবহারের অনুমতির জন্য লিখিতভাবে আবেদন করা হলে ইউএনও অনুমতি না দিয়ে কটাক্ষ করে বলেন, 'বেগম খালেদা জিয়াকে বলুন অনুমতি দিতে। উনি যদি প্রধানমন্ত্রী হন, তখন আসবেন অনুমতি নিতে।' এমন মন্তব্যে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
মানববন্ধন থেকে অবিলম্বে সুবর্ণচর উপজেলার ইউএনও রাবেয়া আসফার সায়মার অপসারণ ও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কঠোর হুঁশিয়ারি দেন বক্তাগণ।
এমএস
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে চরজব্বর থানার মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য এনায়েত উল্যাহ বাবুল ও নুরুল ইসলাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, 'একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে কটূক্তি কোনোভাবেই মেনে নেয়া যায় না। সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে ইউএনও সীমা লঙ্ঘন করেছেন।'
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন স্বপন,যুববিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ম-আহ্বায়ক মহি উদ্দিন মহিম, আবুল খায়ের আকাশ, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন অনিক, সাবেক আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেকসহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সুবর্ণচর উপজেলার জনসাধারণ।
বক্তারা বলেন, ঈদের পরে একটি সাংগঠনিক পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য উপজেলার হলরুম ব্যবহারের অনুমতির জন্য লিখিতভাবে আবেদন করা হলে ইউএনও অনুমতি না দিয়ে কটাক্ষ করে বলেন, 'বেগম খালেদা জিয়াকে বলুন অনুমতি দিতে। উনি যদি প্রধানমন্ত্রী হন, তখন আসবেন অনুমতি নিতে।' এমন মন্তব্যে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
মানববন্ধন থেকে অবিলম্বে সুবর্ণচর উপজেলার ইউএনও রাবেয়া আসফার সায়মার অপসারণ ও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কঠোর হুঁশিয়ারি দেন বক্তাগণ।
এমএস
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে