ব্রাহ্মণবাড়িয়া জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে। ডাকাতদের গ্রেপ্তারে জেলাজুড়ে নজরদারি বাড়ানো হয়।
সোমবার রাতে পুলিশ আখাউড়া থেকে ডাকাত পারভেজ মিয়া (২৪) ও মাহবুব মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে। এদিন রাতে উপজেলার মনিয়ন্ধ জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমির উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও অস্ত্র মামলা রয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ন্ধ জয়পুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করা হয়।

