চার দিনে ৪৪ জন অপহৃত

বাংলাদেশি ১১ জেলেকে অপহরণ আরাকান আর্মির

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৬: ৩৮

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ১১ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও ছয়জন রোহিঙ্গা জেলে রয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে তাদের অপহরণ করা হয়। এ নিয়ে চার দিনে ৪৪ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে জেনেছি গতকাল সাগর থেকে মাছ ধরে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মি স্পিডবোটযোগে এসে অস্ত্রের মুখে ট্রলারসহ ১১ জেলেকে ধরে তাদের ক্যাম্পে নিয়ে যায়। শাহপরীর দ্বীপ জেটিঘাটে বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি বলেন, জেলেরা মাছ ধরে ফেরার সময় তাদের নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়।

তিনি বলেন, এর আগেও আমার মালিকানাধীন একটি ট্রলারসহ ১২ জেলেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। এখনো তাদের ছেড়ে দেয়নি। এদিকে আটক জেলেদের পরিবার উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। তবে তাদের উদ্ধারে কাজ চলছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত