গণঅভ্যুত্থানে হামলাকারীকে জামিন দিয়ে পুনর্বাসন করেছে প্রশাসন

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৭: ১৭
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৭: ২৭

বান্দরবানে জুলাইয়ে আন্দোলনকারীদের উপর হামলার নেতৃত্বদানকারীকে জামিন দিয়ে পুনর্বাসনের অভিযোগ জানিয়েছেন বান্দরবানের এক বিক্ষোভে অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন

শনিবার (৩০আগস্ট) বান্দরবান প্রেসক্লাবের সামনে বিপ্লবী ছাত্রজনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা বান্দরবানে ২৪ সালের জুলাইয়ে আন্দোলনকারীদের উপর হামলার নেতৃত্বদানকারী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশকে উচ্চ আদালত জামিন দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করেছে বলে অভিযোগ করেন তারা।

তারা আরো বলেন, ফ্যাসিবাদি কাঠমো এখনো রয়ে গেছে। বিচার বিভাগ ও প্রশাসনের ভিতরে এখনো ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসর। তারা এসি রুমে বসে বিপ্লবীদের হত্যা, হামলার ষড়যন্ত্র করছে।

মানবন্ধনে বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে সব কার্যক্রম বন্ধ করারও দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক মুফতি আবুল হাসান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত