নোয়াখালী জেলার প্রবীণ সাংবাদিক রফিজল হকের ইন্তেকাল

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ২২: ৫৫
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২৩: ০০

নোয়াখালী জেলার প্রবীণ সাংবাদিক দৈনিক সংগ্রামের নোয়াখালী জেলার সাবেক সংবাদদাতা চৌমুহনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, চৌমুহনী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম.এম রফিজুল হক (৭৭) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।

মরহুম রফিজুল হক মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার বাদ যোহর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে চৌমুহনী পৌর গোরস্থানে দাফন করা হয়। প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে নোয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য মরহুম রফিজুল হক ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৫ সাল থেকে চৌমুহনীতে ব্যবসা শুরু করেন। দীর্ঘদিন থেকে তিনি ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত (সোমবার রাতে) তিনি ইন্তেকাল করেন।

রফিজুল হকের মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগমগঞ্জ আসনের সাবেক এমপি বরকত উল্লাহ বুলু, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার, সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন, চৌমুহনী পৌর সাবেক আমীর নাসিমুল গনি চৌধুরী মহল ও দৈনিক সংগ্রাম নোয়াখালী জেলা প্রতিনিধি ডাঃ বোরহান উদ্দিন, দৈনিক আমার দেশ নোয়াখালী প্রতিনিধি আজাদ ভূঁইয়া প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত