আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব

ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, দেশে আইনশৃঙ্খলা ও অর্থনীতির উন্নতি হয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে একটি সুন্দর নির্বাচন করা সম্ভব হবে।

রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি একদিনে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না, তবে এখন তা বহুগুণে উন্নত হয়েছে। তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত আছে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান সোনার অক্ষরে লেখার মতো। বাংলাদেশে যখনই বিপদ, দুর্যোগ এসেছে, আলেম-ওলামারা জনগণের সঙ্গে মিলে ময়দানে থেকেছেন এবং তারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের সময়েও শত শত মাদরাসাছাত্র আহত হয়েছে, শাহাদাৎ বরণ করেছে। আগামী দিনেও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে আলেম-ওলামা, মাদরাসাছাত্র-শিক্ষক প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন।

এ সময় তার সঙ্গে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন