আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, এএসআই ক্লোজ

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, এএসআই ক্লোজ

ভাড়া বাসায় এক হিন্দু নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে ধামরাই থানার এএসআই শামীম মিয়াকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তিনি থানার পিছনে মডেল টাউনের সৌরভ সোহেলের বাড়ির নিচতলায় একা ভাড়া বাসায় থাকতেন।

বিজ্ঞাপন

১০ মার্চ দুপুরে এক হিন্দু নারী এএসআই শামীম মিয়ার বাসায় আসেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ডাকাডাকি শুরু করেন। পরে সাংবাদিকরা আসার পর দরজা খুললে দেখা যায় রুমে এএসআই শামীম এবং ওই নারী বসে আছেন। একপর্যায়ে ঘটনার জন্য ক্ষমা চান ওই এএসআই।

এ বিষয়ে জানতে চাইলে ওই নারী বলেন, আমি একটা অভিযোগ দিতে থানায় এসেছিলাম।

এএসআই শামীম বলেন, ওকে থানা থেকে আমি নিয়ে এসেছি। এ জন্য আমি ক্ষমা চাচ্ছি। এ ঘটনায় নিউজ না করার জন্য সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করারও চেষ্টা করেন শামীম।

জানা যায়, ওই হিন্দু নারী কুশুরা ইউনিয়নের বকচর এলাকার সোহেল নামে একজনের কাছে ৫ লাখ টাকা পায়। সেই টাকা ফেরত পেতে ধামরাই থানায় অভিযোগ দিতে আসেন তিনি। সেই সূত্রেই এএসআই শামীম মিয়ার সঙ্গে সম্পর্ক হয়। টাকা তুলে দেয়ার আশ্বাস দিয়ে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এএসআই শামীম মিয়া।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আমি ভিডিও দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। রাতেই তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন