আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে চাঁদপুরে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, চাঁদপুর
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে চাঁদপুরে সংবাদ সম্মেলন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে চাঁদপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা সংবাদ সম্মেলন করেছেন। আজ বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সম্মেলনে বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে দেশের সব কিন্ডার গার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। ২০১৯ সাল পর্যন্ত তারা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। ২০২২ সালের বৃত্তি পরীক্ষায়ও তারা অংশগ্রহণ করেছিল। এসব পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলো সাফল্যের সাথে ফলাফল অর্জন করে।

চাঁদপুর জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক তার বক্তব্যে বলেন, চাঁদপুর জেলায় কিন্ডার গার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৮৪টি। এসব প্রতিষ্ঠানে বৃত্তি দেয়ার উপযোগী ছাত্র রয়েছে প্রায় ৯ হাজার। তাদের দাবি, এসব শিক্ষার্থী যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তবে তারা মানসিকভাবে ভেঙে পড়বে। শুরু তাই নয়, সারা দেশের ৪২ হাজার ২২৮টি কিন্ডার গার্টেন এবং ১০ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ লাখ শিক্ষকের কর্মসংস্থান হুমকির মধ্যে পড়বে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, তারা আজই জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবেন। তাতেও কাজ না হলে শিক্ষকরা ঢাকায় কেন্দ্রীয়ভাবে আন্দোলনের কর্মসূচি দেবেন।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সদর উপজেলার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, হাজিগঞ্জ উপজেলার সভাপতি মো. আখতার হোসেন, জেলা কমিটির উপদেষ্টা আলম মুন্সি, কচুয়া উপজেলা সভাপতি শাহ মো. জিকরুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন