ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মিছিলে ‘ধাক্কা লাগা’ নিয়ে সংঘর্ষ, আহত ৪০

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪: ২৪
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪: ২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার বিকেলে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের মানুষের মধ্যে এই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে সরাইল হাসপাতাল মোড় এলাকায় জড়ো হচ্ছিলেন। এসময় উচালিয়াপাড়া গ্রামের মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের সঙ্গে সৈয়দটুলা গ্রামের মুজাহিদের ধাক্কা লাগা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তার মাথায় আঘাত করে।

বিজ্ঞাপন

এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, যেমন টেঁটা ও বল্লম, নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনার মূল কারণ উদ্‌ঘাটন করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত