আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টে চেয়ারম্যানসহ আটক ৭

জেলা প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টে চেয়ারম্যানসহ আটক ৭

নোয়াখালীর হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টে সাবেক ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে আটক করেছে যৌথবাহিনী। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস শহিদের ছেলে আবুল কালাম বিটু, নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শগ্রামের আলাউদ্দিনের ছেলে আজিম উদ্দিন, তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম ওরফে রাকছান, হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল মাজেদ পলাশ ও আব্দুল জাহের।

বিজ্ঞাপন

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও পুলিশের সদস্যরা। অভিযানে সাতজনকে আটক করা হয়। এ সময় ধারালো ছুরি, কুড়াল ও তিনটি তলোয়ার উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন