স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদীর পৃথক দু’টি স্থানে একই সময়ে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এতে সাবরাংস্থ নাফনদীতে দু’জেলে গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে লেদাস্থ নাফনদী এলাকা থেকে ধরে নিয়ে গেছে তিন বাংলাদেশীকে।
সোমবার দুপুরে টেকনাফের সাবরাং সীমান্তে নাফ নদ এবং লেদা সংলগ্ন নাফনদীতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।
সাবরাং সীমান্তে নাফ নদীতে গুলিতে আহতরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)।
লেদা সংলগ্ন নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া তিন বাংলাদেশি হলেন সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা তিন জনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন সাংবাদিকদের বলেন, নাফনদীতে মাছ শিকারে যাওয়া দু’জেলে গুলিবিদ্ধ হয়েছেন। দুপুরে নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের উদ্দেশ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় হেদায়েত উল্লাহ ও মো. হোসেন ডান হাঁটুতে এবং বাম পায়ে গুলি লাগে। আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।
অপরদিকে সোমবার দুপুরে লেদা সংলগ্ন নাফনদী থেকে ৩ জনকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।
তিনি সাংবাদিকদের জানান, যে তিনজনকে ধরে নিয়ে গেছে তারা জেলে না। তবে কেন নাফনদীতে নেমেছেন নিশ্চিত হতে পারেননি তিনি।
তবে স্থানীয়রা জানিয়েছেন, নাফনদীতে তিনজন নৌকা নিয়ে নেমেছিল। আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, তিনজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টিও শুনেছি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।
টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, লেদার ঘটনাটি শুনেছি। ওই তিনজনকে ফেরত আনার ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে গুলিবিদ্ধ দু’জনের বিষয়ে বিজিবির কোন বক্তব্য পাওয়া যায়নি।
এমএস
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদীর পৃথক দু’টি স্থানে একই সময়ে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এতে সাবরাংস্থ নাফনদীতে দু’জেলে গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে লেদাস্থ নাফনদী এলাকা থেকে ধরে নিয়ে গেছে তিন বাংলাদেশীকে।
সোমবার দুপুরে টেকনাফের সাবরাং সীমান্তে নাফ নদ এবং লেদা সংলগ্ন নাফনদীতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।
সাবরাং সীমান্তে নাফ নদীতে গুলিতে আহতরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)।
লেদা সংলগ্ন নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া তিন বাংলাদেশি হলেন সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা তিন জনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন সাংবাদিকদের বলেন, নাফনদীতে মাছ শিকারে যাওয়া দু’জেলে গুলিবিদ্ধ হয়েছেন। দুপুরে নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের উদ্দেশ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় হেদায়েত উল্লাহ ও মো. হোসেন ডান হাঁটুতে এবং বাম পায়ে গুলি লাগে। আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।
অপরদিকে সোমবার দুপুরে লেদা সংলগ্ন নাফনদী থেকে ৩ জনকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।
তিনি সাংবাদিকদের জানান, যে তিনজনকে ধরে নিয়ে গেছে তারা জেলে না। তবে কেন নাফনদীতে নেমেছেন নিশ্চিত হতে পারেননি তিনি।
তবে স্থানীয়রা জানিয়েছেন, নাফনদীতে তিনজন নৌকা নিয়ে নেমেছিল। আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, তিনজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টিও শুনেছি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।
টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, লেদার ঘটনাটি শুনেছি। ওই তিনজনকে ফেরত আনার ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে গুলিবিদ্ধ দু’জনের বিষয়ে বিজিবির কোন বক্তব্য পাওয়া যায়নি।
এমএস
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে