স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদীর পৃথক দু’টি স্থানে একই সময়ে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এতে সাবরাংস্থ নাফনদীতে দু’জেলে গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে লেদাস্থ নাফনদী এলাকা থেকে ধরে নিয়ে গেছে তিন বাংলাদেশীকে।
সোমবার দুপুরে টেকনাফের সাবরাং সীমান্তে নাফ নদ এবং লেদা সংলগ্ন নাফনদীতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।
সাবরাং সীমান্তে নাফ নদীতে গুলিতে আহতরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)।
লেদা সংলগ্ন নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া তিন বাংলাদেশি হলেন সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা তিন জনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন সাংবাদিকদের বলেন, নাফনদীতে মাছ শিকারে যাওয়া দু’জেলে গুলিবিদ্ধ হয়েছেন। দুপুরে নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের উদ্দেশ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় হেদায়েত উল্লাহ ও মো. হোসেন ডান হাঁটুতে এবং বাম পায়ে গুলি লাগে। আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।
অপরদিকে সোমবার দুপুরে লেদা সংলগ্ন নাফনদী থেকে ৩ জনকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।
তিনি সাংবাদিকদের জানান, যে তিনজনকে ধরে নিয়ে গেছে তারা জেলে না। তবে কেন নাফনদীতে নেমেছেন নিশ্চিত হতে পারেননি তিনি।
তবে স্থানীয়রা জানিয়েছেন, নাফনদীতে তিনজন নৌকা নিয়ে নেমেছিল। আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, তিনজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টিও শুনেছি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।
টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, লেদার ঘটনাটি শুনেছি। ওই তিনজনকে ফেরত আনার ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে গুলিবিদ্ধ দু’জনের বিষয়ে বিজিবির কোন বক্তব্য পাওয়া যায়নি।
এমএস
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদীর পৃথক দু’টি স্থানে একই সময়ে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এতে সাবরাংস্থ নাফনদীতে দু’জেলে গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে লেদাস্থ নাফনদী এলাকা থেকে ধরে নিয়ে গেছে তিন বাংলাদেশীকে।
সোমবার দুপুরে টেকনাফের সাবরাং সীমান্তে নাফ নদ এবং লেদা সংলগ্ন নাফনদীতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।
সাবরাং সীমান্তে নাফ নদীতে গুলিতে আহতরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)।
লেদা সংলগ্ন নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া তিন বাংলাদেশি হলেন সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা তিন জনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন সাংবাদিকদের বলেন, নাফনদীতে মাছ শিকারে যাওয়া দু’জেলে গুলিবিদ্ধ হয়েছেন। দুপুরে নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের উদ্দেশ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় হেদায়েত উল্লাহ ও মো. হোসেন ডান হাঁটুতে এবং বাম পায়ে গুলি লাগে। আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।
অপরদিকে সোমবার দুপুরে লেদা সংলগ্ন নাফনদী থেকে ৩ জনকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।
তিনি সাংবাদিকদের জানান, যে তিনজনকে ধরে নিয়ে গেছে তারা জেলে না। তবে কেন নাফনদীতে নেমেছেন নিশ্চিত হতে পারেননি তিনি।
তবে স্থানীয়রা জানিয়েছেন, নাফনদীতে তিনজন নৌকা নিয়ে নেমেছিল। আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, তিনজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টিও শুনেছি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।
টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, লেদার ঘটনাটি শুনেছি। ওই তিনজনকে ফেরত আনার ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে গুলিবিদ্ধ দু’জনের বিষয়ে বিজিবির কোন বক্তব্য পাওয়া যায়নি।
এমএস
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে