আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ তাহমিদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু খোকনের

জেলা প্রতিনিধি, নরসিংদী

শহীদ তাহমিদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু খোকনের

নরসিংদীর প্রথম শহীদ জুলাইযোদ্ধা তাহমিদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন নরসিংদী-১ সদর আসনের বিএনপি প্রার্থী খাইরুল কবির খোকন। শনিবার দুপুরে চিনিশপুরস্ত কবরস্থানে শহীদ তাহমিদের কবর জিয়ারত করেন খায়রুল কবির খোকন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, আগামী দিনে জনগণ যদি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে শহীদ পরিবারগুলোকে সর্বোচ্চ সম্মান ও রাষ্ট্রীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত বাংলাদেশ ও গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, তাদের প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।

বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখার মধ্যেই শহীদ পরিবারগুলোর জন্য সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধার কথা অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে গুম, খুন, নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ভবিষ্যতে কেউ যদি জনগণের আকাঙ্ক্ষা ও শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে, তাহলে তাদের পরিণতিও এমন হবে। ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে কেউ যদি আবার স্বৈরাচারী একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করে, জনগণ তা কখনো মেনে নেবে না।

বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ওপর কোনো অন্যায়-অত্যাচার হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, উন্নয়ন হবে, চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে।

লুটপাট ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। একজন ফার্স্ট সিটিজেন হিসেবে নাগরিকদের সাংবিধানিক অধিকার বাস্তবায়নে কোনো বাধা সৃষ্টি করা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রব ফকির রনি, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম ভূঁইয়া, নিহত তাহমিদের বাবা ডা. রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিশেষে শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত করে চিনিশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনি প্রচারণা চালানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...