রংপুরের তারাগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি মেহেদী হাসানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। শনিবার ভোররাতে ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, বাদীর এজাহারে উল্লেখ করা হয়, ভিকটিম রুপলাল রবিদাস (৪০) বাদীর স্বামী এবং প্রদীপ লাল (৪৫) সম্পর্কে ভাতিজিজামাই। ২০২৫ সালের ৯ আগস্ট রাতে ভ্যান নিয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছরান বালুয়া থেকে বাদীর বাড়িতে আসার পথে রাত সাড়ে ৮টায় সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে পৌঁছালে ভিকটিমদ্বয়কে ওই এলাকার কিছু মানুষ জিজ্ঞাসাবাদ করে।
একপর্যায়ে ভিকটিমদ্বয়ের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে থাকা দুর্গন্ধযুক্ত পানীয় পাওয়া যায়। সেই পানীয়র গন্ধে উপস্থিত কয়েকজন তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এ সময় উত্তেজিত জনতা তাদের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে গণপিটুনি দিলে ভিকটিমরা গুরুতর আঘাত পান।
ভিকটিমের অবস্থা আশংকাজনক দেখে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের তারাগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রুপলালকে মৃত ঘোষণা করেন এবং ভিকটিম প্রদীপ লালকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ভিকটিম প্রদীপ লালও চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় ভিকটিম রুপলালের স্ত্রী বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
তিনি আরো জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়।
তাই ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ রংপুর এবং র্যাব-১০ কেরাণীগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানে শনিবার ভোর ৪টায় ঢাকার শাহবাগ থেকে জোড়া হত্যা মামলার পলাতক প্রধান আসামি তারাগঞ্জ উপজেলার ফরিদাবাদ এলাকার ইসাহাক আলীর ছেলে মেহেদী হাসানকে0 (৩০) গ্রেপ্রতা করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

