আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যাত্রাবাড়ীতে ১০ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে জনতার ঢল

স্টাফ রিপোর্টার

যাত্রাবাড়ীতে ১০ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে জনতার ঢল
ছবি: আমার দেশ

যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় ১০ দলীয় জোট আয়োজিত ঢাকা-৪ ও ৫ আসনের এমপি পদপ্রার্থীর পক্ষে নির্বাচনি সমাবেশে জনতার ঢল নেমেছে। রোববার বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার আগেই সমাবেশস্থল কানায় কানায় ভরে গেছে।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখবেন। এখন ১০ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন।

বিজ্ঞাপন

আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৫ আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৪ আসনের এমপি পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিন, জামায়াত নেতা শাজাহান খান, এবি পার্টির কেন্দ্রীয় নেতা লুতফুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়া ১০ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। ফলে ভারতের দালাল ও চাঁদাবাজদের বয়কটের এবং গণভোটে হ্যাঁ’র পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

এরই মধ্যে জামায়াতের আমির শফিকুর রহমান সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন