তিতাসে আওয়ামী লীগ নেতা রাশেদ ফরায়েজী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২: ৪৯

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি এক আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আসামির বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত রাশেদ ফরায়েজী উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের ছাদির ফরায়েজীর ছেলে। তিনি বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

রাশেদ ফরায়েজীকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিতাস থানার মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আসামির বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত