যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে চাঁদপুরের হাইমচর উপজেলায় দ্রুত একটি মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম।
মঙ্গলবার হাইমচর উপজেলা পরিষদ হলরুমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজস্ব খাত থেকে ক্রীড়া সরঞ্জাম বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিব মাহবুব উল আলম বলেন, ‘মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে। এই যুব সমাজকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে খুব দ্রুত সময়ের মধ্যে হাইমচর উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।’ তিনি শিক্ষার্থীদের শুধুমাত্র পড়াশোনা নয়, বরং পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তার মতে, পড়াশোনার মাধ্যমে যেমন শিক্ষা অর্জন করা যায়, তেমনি শারীরিক গঠনের জন্য খেলাধুলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সচিব আরো জানান, সারা বাংলাদেশে এ পর্যন্ত ১৭৫টি মিনি স্টেডিয়াম হস্তান্তর করা হয়েছে এবং প্রতিটি জেলায় একটি করে স্টেডিয়াম রয়েছে। তিনি স্টেডিয়ামগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন, যাতে সেগুলো অব্যবহৃত থেকে নষ্ট না হয়।
হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সামসুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

