আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মহাসড়কে রশি টেনে অভিনব কায়দায় ডাকাতি, নিহত ১ আহত ৩

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
মহাসড়কে রশি টেনে অভিনব কায়দায় ডাকাতি, নিহত ১ আহত ৩

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট ঢালায় ডাকাত দলের হামলায় মোটরসাইকেল আরোহী একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সড়কের দু'পাশ থেকে রশি টেনে সশস্ত্র ডাকাত দল এই হামলা চালায়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাত সাড়ে ১২টার দিকে সেনাক্যাম্পের দক্ষিণে এই ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ডাকাতির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডাকাত দলের হামলায় নিহত ব্যক্তি হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মাহমুদুল হক রিয়াদ (২৬)। আহতরা হলেন উখিয়ার বালুখালীর মো. সাগর (২৮), একই এলাকার নুরুল হোসেন ও ঈদগাঁও এলাকার আবু রায়হান (২৫)। এদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র মতে, তারা দুইটি মোটরসাইকেল নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মাহমুদুল হকের মৃত্যু হয়েছে। অন্যদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

প্রসঙ্গত, মাত্র ২২ দিন আগে ডাকাতের হামলায় নিহত মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রী মৃত্যুবরণ করেন। তার দু’টি সন্তান রয়েছে। কয়েকদিনের ব্যবধানে স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন