বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড মিরসরাই

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ২০: ২৪

মাত্র ২০ মিনিটের কালবৈশাখী ঝড়, সঙ্গে বজ্রসহ বৃষ্টি। এতেই লন্ডভন্ড হয়েছে মিরসরাই উপজেলার কয়েকটি ইউনিয়ন। উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো উপজেলা। রাস্তায় গাছ উপড়ে পরে ঘর বিধ্বস্ত হয়েছে। গাছ পড়ে মারা গেছে ২ লাখ টাকা দামের গরু।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আকস্মিক এই ঘূর্ণিঝড় প্রবল বেগে আঘাত হানে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাসিমনগর, ইছাখালী ইউনিয়নের চরশরৎ, ভুঁইয়া গ্রাম, চুনিমিঝিরটেক, মাদবারহাট, আবুরহাট, কাজীগ্রাম, কাটাছড়া ইউনিয়নের শিকার জনার্দ্দনপুর গ্রাম।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মঘাদিয়া হাসিমনগর ওয়ার্ড ও ইছাখালী ইউনিয়ন।ঝড়ে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি জায়গায় এখনো (বিকাল ৪টা) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আবু তোরাব থেকে আলমগীর ও হেলাল উদ্দিন জানান, ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাসিমনগরের আশপাশের কয়েকটি বাড়িঘর, গাছপালা, গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে হাসিমনগর গ্রামের মনসুর আলী, মিস্ত্রি বাড়ির অহিদুল ইসলামের দুই লাখ টাকার গরু গাছ পড়ে মারা গেছে।

চরশরৎ এলাকার স্কুলশিক্ষক জানান, কালবৈশাখীর ঝড়ে চরশরৎ মডেল হাইস্কুলের দুটি ক্লাসরুমের ছাদ বিধ্বস্ত হয়েছে। হাসিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তারেক স্টোরের ওপর গাছ পড়ে দোকানটি চুরমার হয়ে গেছে। এতে ৬০-৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানান দোকানি।

চুনিমিঝিরটেক এলাকার ইঞ্জিনিয়ার তারেক আজিজ জানান, আমাদের এলাকায় ২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে মানুষের বসতঘর, কৃষকদের বোরোধান, গাছপালা , বিদ্যুৎ-সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিরসরাই পল্লী বিদ্যুৎ জোন ৩-এর ডিজিএম আদনান আহমেদ চৌধুরী জানান, পল্লী বিদ্যুৎ লাইন মিরসরাই উপজেলাকে ৩টি জোনে ভাগ করা হয়েছে। আমার আওতাধীন এলাকায় ১৩টি খুঁটি ভেঙেছে। অনেক জায়গায় তার ছিঁড়ে গেছে। এগুলো দ্রুত মেরামত করে লাইন চালু করার জন্য কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, কয়েকটি ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে মানুষের ঘরবাড়ি, গাছপালা, গবাদিপশু এবং বিদ্যুৎ সংযোগের ক্ষতি হয়েছে। এখনো মাঠে কাজ করছে সেবা প্রতিষ্ঠানগুলো। ক্ষয়ক্ষতির কোনো সঠিক তথ্য এখনো আসেনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত