পরশুরামে কর্মমুখী অসচ্ছল ১৩ নারী পেলেন সেলাই মেশিন

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৫: ৩২
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা

পরশুরামে স্বেচ্ছাসেবী সংগঠন মিশন হেল্প ফাউন্ডেশন থেকে কর্মমুখী ও অসচ্ছল ১৩ জন নারীকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন দেয়া হয়েছে।

রোববার (৬ জুলাই) সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১৩ জন নারীর মাঝে সংগঠনটি এসব সেলাই মেশিন বিতরণ করে।

সংগঠনের সভাপতি ইমাম হোসেন সজীবের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক ও চিথলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম মানিক, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবদুল হালিম, ফেনী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এমদাদ হোসাইন, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া, পরশুরাম প্রেস ক্লাবে সভাপতি এমএ হাসান, পৌর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মোস্তফা, ইসলামী আন্দোলনের উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোবারক হোসেন নুরপুরী, গুথুমা কেবি আজিজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা এমরান উদ্দিন মজুমদার।

অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ১৩ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত