স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
জালিয়াতির মাধ্যমে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর থেকে নানারকম ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন বোর্ডের বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম। নারায়ণ চন্দ্রনাথ ছিলেন পতিত স্বৈরাচার আমলের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নওফেলের অত্যন্ত ঘনিষ্ঠ।
মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে হল রুমে নিজের শেষ কর্মদিবস উপলক্ষ্যে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে উত্তর দেন। তার দায়িত্বের ৮ মাসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন।
চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ২০২৩ সালে সচিব থাকাকালে নারায়ণের ছেলে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ফলাফল প্রকাশিত হওয়ার পর জালিয়াতির অভিযোগ উঠে। পরে বিষয়টি নিয়ে তদন্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অভিযোগ ওঠার পর গত বছরের ৯ জুলাই তাকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে পদায়ন করা হয়।
নারায়ণের বিরুদ্ধে তদন্ত করার পর থেকে রেজাউলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় বলে দাবি করেন তিনি। তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে শুধু নারায়ণের ফল জালিয়াতি নয়, আরও অন্তত ১৭ জনের ফল জালিয়াতির বিষয়ে আমরা তদন্ত করেছি। এগুলোার বিচারও করেছি। এসব নিয়ে কাজ করতে গিয়ে নানা চাপ সহ্য করতে হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পর তাই ওই অংশটি আমাকে শেখ হাসিনার দোসর বলে শিক্ষাবোর্ড থেকে নামাতে চেয়েছিল। এখনো তারা সেটি অব্যাহত রেখেছে।
তিনি বলেন, আমি ৮ মাসে সাহসের সঙ্গে ওই জালিয়াতি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এমনকি সম্প্রতি পাঁচলাইশ থানায়ও মামলা করেছি। আমার মধ্যে সৎ সাহস আছে। কেউ এক টাকার দুর্নীতির প্রমাণও দিতে পারবে না। তবে, নারায়ণের পক্ষ আমাকে দুর্নীতিবাজ প্রমাণ করতে ব্যস্ত।
গত বছর ১৭ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শৃঙ্খলা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের সই করা নির্দেশনায় বলা হয়, তদন্তে নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ জন্য নারায়নের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ও নক্ষত্রের ফলাফল বাতিলের নির্দেশনা দেওয়া হয়। আর ২৩ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে নারায়ণ চন্দ্র নাথকে।
নারী সাংবাদিক লাঞ্ছিত বিষয়ে যা বলছেন রেজাউল করিম
সোমবার স্থানীয় একটি পোর্টালের এক নারী সাংবাদিক দাবি করেন, রেজাউল করিম তাকে লাঞ্ছিত করেছেন। এই বিষয়ে রেজাউল করিম বলেন, আমি একজন বোর্ডের চেয়ারম্যান। নানান কাজে ব্যস্ত থাকি। সোমবার একটি মিটিংয়ে ছিলেন। ওইসময় ওই নারী সাংবাদিক আমার অফিস কক্ষে ঢুকেন। তিনি কিছু বিষয়ে আমার বক্তব্য জানতে চান। আমি বলেছি, আপনি কিছুক্ষণ পরে আসুন। তিনি তখনই বক্তব্য দিতে বলেন। বক্তব্য না নিয়ে যাবেন না বলে জানান।
রেজাউল করিম বলেন, সাংবাদিকতায় নীতিবিরোধী কাজ করে তিনি ওই পোর্টালে লিখেন আমি লাঞ্ছিত করেছি। এখানে সিসিটিভি ফুটেজ আছে। অফিস সহকারীরা আছে। আপনারা একটু যাচাই করুন।
জালিয়াতির মাধ্যমে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর থেকে নানারকম ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন বোর্ডের বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম। নারায়ণ চন্দ্রনাথ ছিলেন পতিত স্বৈরাচার আমলের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নওফেলের অত্যন্ত ঘনিষ্ঠ।
মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে হল রুমে নিজের শেষ কর্মদিবস উপলক্ষ্যে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে উত্তর দেন। তার দায়িত্বের ৮ মাসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন।
চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ২০২৩ সালে সচিব থাকাকালে নারায়ণের ছেলে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ফলাফল প্রকাশিত হওয়ার পর জালিয়াতির অভিযোগ উঠে। পরে বিষয়টি নিয়ে তদন্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অভিযোগ ওঠার পর গত বছরের ৯ জুলাই তাকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে পদায়ন করা হয়।
নারায়ণের বিরুদ্ধে তদন্ত করার পর থেকে রেজাউলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় বলে দাবি করেন তিনি। তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে শুধু নারায়ণের ফল জালিয়াতি নয়, আরও অন্তত ১৭ জনের ফল জালিয়াতির বিষয়ে আমরা তদন্ত করেছি। এগুলোার বিচারও করেছি। এসব নিয়ে কাজ করতে গিয়ে নানা চাপ সহ্য করতে হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পর তাই ওই অংশটি আমাকে শেখ হাসিনার দোসর বলে শিক্ষাবোর্ড থেকে নামাতে চেয়েছিল। এখনো তারা সেটি অব্যাহত রেখেছে।
তিনি বলেন, আমি ৮ মাসে সাহসের সঙ্গে ওই জালিয়াতি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এমনকি সম্প্রতি পাঁচলাইশ থানায়ও মামলা করেছি। আমার মধ্যে সৎ সাহস আছে। কেউ এক টাকার দুর্নীতির প্রমাণও দিতে পারবে না। তবে, নারায়ণের পক্ষ আমাকে দুর্নীতিবাজ প্রমাণ করতে ব্যস্ত।
গত বছর ১৭ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শৃঙ্খলা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের সই করা নির্দেশনায় বলা হয়, তদন্তে নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ জন্য নারায়নের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ও নক্ষত্রের ফলাফল বাতিলের নির্দেশনা দেওয়া হয়। আর ২৩ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে নারায়ণ চন্দ্র নাথকে।
নারী সাংবাদিক লাঞ্ছিত বিষয়ে যা বলছেন রেজাউল করিম
সোমবার স্থানীয় একটি পোর্টালের এক নারী সাংবাদিক দাবি করেন, রেজাউল করিম তাকে লাঞ্ছিত করেছেন। এই বিষয়ে রেজাউল করিম বলেন, আমি একজন বোর্ডের চেয়ারম্যান। নানান কাজে ব্যস্ত থাকি। সোমবার একটি মিটিংয়ে ছিলেন। ওইসময় ওই নারী সাংবাদিক আমার অফিস কক্ষে ঢুকেন। তিনি কিছু বিষয়ে আমার বক্তব্য জানতে চান। আমি বলেছি, আপনি কিছুক্ষণ পরে আসুন। তিনি তখনই বক্তব্য দিতে বলেন। বক্তব্য না নিয়ে যাবেন না বলে জানান।
রেজাউল করিম বলেন, সাংবাদিকতায় নীতিবিরোধী কাজ করে তিনি ওই পোর্টালে লিখেন আমি লাঞ্ছিত করেছি। এখানে সিসিটিভি ফুটেজ আছে। অফিস সহকারীরা আছে। আপনারা একটু যাচাই করুন।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৬ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২৯ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৩৫ মিনিট আগে