উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। প্রশ্নফাঁসের ঘটনায় অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত।
জানা যায়, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়গুলোর পরীক্ষার প্রশ্নপত্র একই হওয়ার কারণে পরীক্ষার আগের দিনই উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রাইভেট শিক্ষকদের মাধ্যমে প্রশ্নপত্র হাতে পেয়ে যায়। ফলে কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি দুঃখজনক। আগামীকাল (২১ আগস্ট) বৃহস্পতিবার ২য় শ্রেণির বাংলা পরীক্ষা। অথচ সেই পরীক্ষার প্রশ্নপত্র আজ বুধবার সকালে প্রাইভেট পড়ানো শিক্ষকদের মাধ্যমে কয়েকজন শিক্ষার্থীর হাতে এসে গেছে। আমাদের শিশুদের হাতে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র তুলে দিয়ে প্রাথমিক অবস্থায় তাদের শিক্ষা জীবন মেরে ফেলা হচ্ছে । এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ বলেন, পরীক্ষার আগের দিন শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র যাওয়ার বিষয়টি আমার কানেও এসেছে। আমরা পরীক্ষার ফি না নিয়ে পরীক্ষা নিচ্ছি। প্রশ্নপত্র আনতে হয় উপজেলা শিক্ষা অফিস থেকে। সারা উপজেলায় একই প্রশ্নপত্র হওয়ার কারণে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। নিজ নিজ স্কুল ভিত্তিক প্রশ্নপত্র তৈরি হলে প্রশ্নফাঁস রোধ করা সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, এই বিষয়টি আমার জানা ছিলো না। এমন ঘটনা আমাদের কোমলমতি শিশুদের শিক্ষা জীবন শুরুতেই নষ্ট করে দেওয়া হচ্ছে। আজই এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার সাথে যারা জড়িত আছে, তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। প্রশ্নফাঁসের ঘটনায় অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত।
জানা যায়, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়গুলোর পরীক্ষার প্রশ্নপত্র একই হওয়ার কারণে পরীক্ষার আগের দিনই উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রাইভেট শিক্ষকদের মাধ্যমে প্রশ্নপত্র হাতে পেয়ে যায়। ফলে কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি দুঃখজনক। আগামীকাল (২১ আগস্ট) বৃহস্পতিবার ২য় শ্রেণির বাংলা পরীক্ষা। অথচ সেই পরীক্ষার প্রশ্নপত্র আজ বুধবার সকালে প্রাইভেট পড়ানো শিক্ষকদের মাধ্যমে কয়েকজন শিক্ষার্থীর হাতে এসে গেছে। আমাদের শিশুদের হাতে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র তুলে দিয়ে প্রাথমিক অবস্থায় তাদের শিক্ষা জীবন মেরে ফেলা হচ্ছে । এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ বলেন, পরীক্ষার আগের দিন শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র যাওয়ার বিষয়টি আমার কানেও এসেছে। আমরা পরীক্ষার ফি না নিয়ে পরীক্ষা নিচ্ছি। প্রশ্নপত্র আনতে হয় উপজেলা শিক্ষা অফিস থেকে। সারা উপজেলায় একই প্রশ্নপত্র হওয়ার কারণে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। নিজ নিজ স্কুল ভিত্তিক প্রশ্নপত্র তৈরি হলে প্রশ্নফাঁস রোধ করা সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, এই বিষয়টি আমার জানা ছিলো না। এমন ঘটনা আমাদের কোমলমতি শিশুদের শিক্ষা জীবন শুরুতেই নষ্ট করে দেওয়া হচ্ছে। আজই এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার সাথে যারা জড়িত আছে, তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৭ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
১৮ মিনিট আগেমৌলভীবাজারে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় এক কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটার অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। ইউপি সদস্য বজলুর রহমান শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি । এ ঘটনার ২ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
২ ঘণ্টা আগে