শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে রুটটি বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গেছে। এতে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি থাকায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তবে তিনি জানান, কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি এবং কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হবে। ঘাট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শরীয়তপুর-চাঁদপুর নৌপথটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম, যেখানে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ছয়টি ফেরি চলাচল করছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

