ট্রাকচাপায় পিষ্ট টমটম চালক, কুকুর বাঁচাতে গিয়ে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ০০
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৪৭

কক্সবাজারের রামু উপজেলায় মহাসড়কে কুকুরকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় এক পথচারী টমটম চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে মো. আনিস (২৬)।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স জানান, কক্সবাজারমুখী একটি ট্রাক জোয়ারিয়ানালা বাজার অতিক্রম করার সময় একটি কুকুর গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। চালক কুকুরটাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়।

তিনি জানান, নিহত যুবক পেশায় একজন টমটম চালক। তিনি জোয়ারিয়ানালায় তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

রামু হাইওয়ে পুলিশের তুলাতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বলেন, ট্রাকচাপায় গুরুতর আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, দুর্ঘটনা ঘটানো গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ন-২০-৬৭১০।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত