কুমিল্লায় পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২০: ০৪

কুমিল্লার সদর রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

বিজ্ঞাপন

শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লা হয়ে সিলেট ও ঢাকা রুটের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কুমিল্লা রসুলপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আমজাদ হোসেন জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রসুলপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে প্রবেশ করার সময় ১০টি চাকা লাইনচ্যুত হয়। তবে কেউ হতাহত হয়নি।

কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা দৈনিক আমার দেশকে বলেন, চট্টগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পড়ে আছে। আখাউড়া থেকে উদ্ধার টিম আসছে । একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে । অপর লাইনটি সচল রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত