আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণভোট প্রশ্নে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে একটি দল: হাসনাত

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

গণভোট প্রশ্নে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে একটি দল: হাসনাত
ছবি: আমার দেশ।

গণভোট প্রশ্নে একটা পক্ষ মাফিয়া ভারতীয় গুন্ডাবাহীনির পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি পদযাত্রায় তিনি এসব কথা বলেন।  

বিজ্ঞাপন

হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা কী চান ৫ বছর পরপর স্বাধীন কমিশনের অধীনে নির্বাচন হোক? পুলিশ হোক জনগণের? আপনারা কি চান বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক? গণভোটে প্রশ্নে হ্যাঁ ভোটে একটা পক্ষ চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাফিয়া ভারতীয় গুন্ডাবাহীনির পক্ষ অবস্থান নিয়েছে।

হাসনাত আরো বলেন, ২০০৯ সাল থেকে বিএনপি-জামাত জোটের নেতা কর্মীদের গুম, হত্যা, নির্যাতন পর কতিপয় রাজনৈতিক দল ভারতীয় তাঁবেদারি করছে। আমরা দেখতে পারছি কিছু মিডিয়া ব্যবসায়ী করপোরেট জুলাইয়ে আন্দোলনে আমাদের ভাইদেরকে আগুন সন্ত্রাস তাচ্ছিল্য করে নিউজ করেছে এখন দেখি তাদেরকে বুকে নিচ্ছে একটি পক্ষ।

তিনি আরো বলেন, বাংলাদেশে আজ দুইটা পক্ষ, একটা গোলামি আরেকটা আজাদি। একটা স্বাধীনতার পক্ষে আরেকটা পরাধীনতার পক্ষে। আমরা ভারতের তাঁবেদারি চাই না। আমরা নিজের উপর নির্ভরশীল হবো, আমরা আজাদী চাই। দেশে কে সরকার গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, আমরা হাসিনা মার্কা দিল্লি প্রেসক্রিপশনে চলতে দিবো না।

তিনি আরো বলেন, পুলিশ-প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা গত তিন নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার নিরাপত্তা বদলে ভোট কাটলে হারুন-বেনজির মতন পরিণত হবে। তাদের থেকে শিক্ষা নিন, আপনারা দেশ প্রেমিক হোক আপনাদেরকে সম্মান করবে এ জাতি।

দিন ব্যাপি নির্বাচনি পদযাত্রায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ফতেহাবাদ গ্রামের ওয়ালি উল্লাহ সরকারের সভাপতিত্বে উঠান বৈঠকে ডাক্তার ওবায়দুলসহ জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন