অস্বাভাবিক জোয়ারে প্লাবিত নিঝুমদ্বীপসহ হাতিয়ার নিম্নাঞ্চল

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৮: ১৪

গভীর সমুদ্রে নিম্নচাপের কারণে অস্বাবাভিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার বিকেলে আসা জোয়ারের পানিতে নিঝুমদ্বীপের প্রধান সড়কটি সম্পূর্ণ তলিয়ে যায়। একই অবস্থা উপজেলার নলচিরা, সোনাদিয়া ও সূখচর ইউনিয়নে।

বিজ্ঞাপন

জানা যায়, জোয়ারে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকা প্লাবিত হয়েছে। বাজারের উপরে রাস্তাটি দুই ফুট উচ্চতা পানিতে তলিয়ে যায়। এ সময় ঐ বাজারের মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ডুকে যায়। এলাকার অনেকের পুকুরের মাছ ভেসে গেছে। প্রধান সড়কের উপর পানি উঠে যাওয়ায় প্রায় চার ঘণ্টা ধরে বন্ধ রয়েছে নামার বাজার থেকে বন্দরটিলা বাজারের যোগাযোগ ব্যবস্থা। নিঝুমদ্বীপের দক্ষিণপাশে বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে সহজে পানিতে প্লাবিত হয় চার পাশ।

একই অবস্থা বিচ্ছিন্ন চরাঞ্চল ঢালচর ও চরগাসিয়ায়। এই দুটি চরে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করে। বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে সহজে তলিয়ে যায় লোকালয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন আমার দেশকে বলেন, হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে পড়েছে। লোকালয়ে পানি চলে এসেছে। এতে নিঝুমদ্বীপসহ বেশ কয়েকটি এলাকার মানুষ বিপদে আছে। আমরা আমাদের মতো করে খোঁজখবর নিচ্ছি। প্রয়োজনে সকল ধরনের সহযোগিতা পাঠানো হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত