কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ রেলওয়ের পর্যটন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন চট্টগ্রামের পটিয়ায় গিরি চৌধুরী বাজার এলাকায় ১৯ বগি রেখে চট্টগ্রামে চলে যায়। পেছনে যে পুরো ট্রেনের বগি থেকে গেছে তা জানতে পারেনি চালক। রাত ৯টায় এ ঘটনা ঘটে। বিকট শব্দে ইঞ্জিন থেকে বগি ছুটে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ, জিআরপি পুলিশ যাত্রীদের নিরাপত্তা প্রদান করে।
রাত ১২টায় চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন পটিয়ায় গিয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।।
পটিয়া রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে পটিয়ার কমলমুন্সির হাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন।
জানা গেছে, কক্সবাজার ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি পটিয়ার কমলমুন্সির হাট স্টেশন এলাকায় ইঞ্জিনের হুইচ পাইপ ভেঙে ইঞ্জিন ও সব বগি আলাদা হয়ে যায়। এ সময় চালক বগি রেখেই ইঞ্জিন নিয়ে চট্টগ্রামে ফিরে যান। ট্রেনটি লাইনচ্যুত হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

