আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রাম-১ আসন: বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ৩৮ মামলা, ‎নেই কোনো ব্যাংক ঋণ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১ আসন: বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ৩৮ মামলা, ‎নেই কোনো ব্যাংক ঋণ
‎চট্টগ্রাম- ১ (মিরসরাই) আসনে বিএনপির প্রার্থী ‎নুরল আমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‎চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিনের বিরুদ্ধে বিগত ৩৮টি রাজনৈতিক মামলা হয়েছে। তিনি ১৯টি মামলায় খালাস পেয়েছেন, আরো ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। নির্বাচনি হলফনামায় উঠে এসেছে এসব তথ্য। ‎

বিজ্ঞাপন

‎গত ২৯ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার পর নুরুল আমিন তার হলফনামায় নিজের সম্পত্তি ও আর্থিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। বিএনপির প্রার্থী নুরুল আমিনের হলফনামা থেকে পাওয়া তথ্যমতে, তার বার্ষিক আয় ২৩ লাখ ২৫ হাজার টাকা। ওনার সম্পদ রয়েছে ১ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৫০০ টাকার। ব্যবসা থেকে আয় দেখিয়েছেন ১৯ লাখ টাকা। ভাড়া পান ৩ লাখ ৭৫ হাজার, কৃষি থেকে ৫০ হাজার টাকা।

আসবাবপত্রের মূল্য দেখিয়েছেন সোফা ১ লাখ, আলমিরা ৬০ হাজার, খাট ১ লাখ ২০ হাজার, টেবিল ২০ হাজার, আলনা ৩০ হাজার, ওয়ারড্রব ৫০ হাজার, ডাইনিং টেবিল ৬০ হাজার টাকা। কৃষিজমি ১৪০.৮৫ শতক, যার অর্জনকালীন দাম ২৫ লাখ ৮ হাজার টাকা, অকৃষি জমি ৭৯.০৬৬ শতক, অর্জনকালীন দাম ২১ লাখ ১ হাজার টাকা। ২ হাজার বর্গফুটের ১টি বাড়ি, অর্থিক মূল্য ৪৫ লাখ টাকা।

‎হলফনামায় নুরুল আমিন উল্লেখ করেছেন, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহিতা নন। তার হাতে নগদ রয়েছে ১০ লাখ ৭৬ হাজার টাকা, তার প্রতিষ্ঠান এ সি এম এন্টারপ্রাইজ পূবালী ব্যাংকের হিসাবে রয়েছে ১ লাখ ৯০০০ হাজার টাকা, পূবালী ব্যাংকের ব্যক্তিগত হিসাবে রয়েছে ১০ হাজার টাকা। উপহার হিসেবে পাওয়া ২০ তোলা স্বর্ণ রয়েছে। প্রতি তোলা (অর্জনকালীন দাম) ৫ হাজার হিসাবে ২০ তোলা ১ লাখ টাকা। স্ত্রীর নামে ১৫ তোলা স্বর্ণালংকার ৫ হাজার ৭০০ টাকা দামে ৮৫ হাজার ৫ শত টাকা। ইলেকট্রনিকস সামগ্রীর মধ্যে টিভি ২০ হাজার, ফ্রিজ ৫০ হাজার, এসি ১ লাখ টাকা, অন্যান্য ৮০ হাজার টাকা।

‎তিনি বা তার পরিবারের কোনো সদস্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি।

নুরুল আমিন তার ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তার সম্পদের পরিমাণ ১ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা উল্লেখ করেছেন। আয়কর রিটার্নে দেখানো আয় ২৩ লাখ ২৫ হাজার, প্রদত্ত আয়কর ৩ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা, আয়ের প্রধান উৎস ব্যবসা। ব্যবসা খাতে তার বার্ষিক আয় হয় ১৯ লাখ টাকা। বাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া হিসেবে আয় ৩ লাখ ৭৫ হাজার টাকা। কৃষি খাতে বার্ষিক আয় ৫০ হাজার টাকা। তার কাছে নগদ রয়েছে ১০ লাখ ৭৬ হাজার টাকা। উপহার হিসেবে পাওনা স্বর্ণালংকার রয়েছে ২০ ভরি। স্থাবর-অস্থাবর সম্পত্তির মধ্যে ২ হাজার বর্গফুট আয়তনের বাড়ির দাম ধরা হয়েছে ৮০ লাখ টাকা। তার বার্ষিক আয় ২৩ লাখ ২৫ হাজার টাকা। তিনি ৩ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা আয়কর প্রদান করেছেন।

‎মনোনয়ন দাখিলের সময় অনুযায়ী ৫৭ বছর ১১ মাস ১৯ দিন বয়সী নুরুল আমিন ওসমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আবুল খায়েরর ছেলে। স্ত্রী নুর নাহার গৃহিণী। তার অধীনস্থ ন্ত্রী ও চার ছেলে। এক ছেলে প্রবাসে ব্যবসা করেন।

‎নুরল আমিন চেয়ারম্যান জানান,  আমি ওয়ার্ড পর্যায় থেকে মানুষের সমর্থন নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার জীবনে কোনো দুর্নীতি নেই, কোনো ধরনের ঋণ নেই। আমি মিরসরাই আসনে জনগণের স্বপ্নের সমৃদ্ধ মিরসরাই গড়তে মানুষের ভালোবাসা চাই, দোয়া চাই।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...