আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আনোয়ারায় বন্দুক ও সাড়ে তিন লাখ টাকাসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

আনোয়ারায় বন্দুক ও সাড়ে তিন লাখ টাকাসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশি-বিদেশি দুটি একনলা বন্দুক ও নগদ সাড়ে তিন লাখ টাকাসহ আব্দুল মজিদ (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোর ছয়টায় তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল মজিদ বরুমচড়া গ্রামের মোসলেম উদ্দিন রেঞ্জার বাড়ির মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তার ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশি একনলা বন্দুক, একটি তুরস্কের তৈরি একনলা বন্দুক ও নগদ সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় তার ঘরে ইয়াবা বিক্রি ও সেবনের বিভিন্ন আলামত পাওয়া পায়।

জানা যায়, আনোয়ারা থানা পুলিশ বেশ কিছু দিন থেকে অস্ত্র ব্যবসায়ী আব্দুল মজিদের ওপর নজরদারি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোর রাতে অভিযান চালায়। এ সময় পুলিশ আব্দুল মজিদকে গ্রেপ্তার করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, আব্দুল মজিদ একজন অস্ত্র ব্যবসায়ী। সে অস্ত্র বানায় এবং বিক্রি করে। আমরা তাকে বেশ কিছু দিন থেকে পর্যবেক্ষণে রেখেছি। গতকাল তার ঘরে অস্ত্র মজুতের খবর পেয়ে অভিযান চালাই। পরে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...