নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান আমীর খসরুর

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৯: ৫৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের রূপরেখা ঘোষণা মানেই নির্বাচন হয়ে যাওয়া নয়, তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার বিকেলে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে বিজয় মিছিলের আগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় আছেন এবং তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছেন। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “যেসব নেতাকর্মী মনে করছেন আওয়ামী লীগের পতন হয়েছে মানে সবকিছু তাদের হয়ে গেছে, তাদের স্থান বিএনপিতে হবে না। বিএনপি কোনো ‘বড় ভাইয়ের রাজনীতি’ করবে না, বরং উন্নয়ন ও কর্মসংস্থানের রাজনীতি করবে। ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যে এক কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।

আমীর খসরু অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের রূপরেখা ঘোষণা করার পর থেকেই একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ তাদের সেই অপচেষ্টা রুখে দেবে।

তিনি শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা শৃঙ্খলা ভঙ্গ করবে, বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অনেকে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত