টেকনাফে র‌্যাবের অভিযানে মাদক কারবারী জাহাঙ্গীরসহ ৩ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৪৫

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের হ্নীলা এলাকা থেকে শীর্ষ মাদক কারবারী জাহাঙ্গীর আলমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র, মাদক মামলাসহ অন্তত ১২টি মামলা রয়েছে।

শুক্রবার বিকেলে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার সহযোগী ৫০-৬০ জন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে অভিযানিক দলের উপর লাঠি-সোটা ও ইট পাটকেল নিক্ষেপ করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এই ঘটনায় পাথরের আঘাতে কয়েকজন র‌্যাব সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের দুই সহযোগী মো. ছালাম (১৮) ও মো. আনোয়ার হোসাইনকে (২৭) গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে আসামিদের মধ্যে জাহাঙ্গীর আলম হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লেদা পূর্ব পাড়ার মৃত লাল মিয়ার ছেলে, মো. ছালাম লেদা পুরাতন শরণার্থী ক্যাম্পের (২৪ নম্বর ক্যাম্প) মৃত আব্দুল হামিদের ছেলে ও মো. আনোয়ার হোসাইন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া এলাকার সৈয়দ নূরের ছেলে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত