আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার
ইউপিডিএফ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে সুজন বড়ুয়া ওরফে সাইমন (২৯) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকালে তাকে র‌্যাব-৭ এর একটি দল গ্রেপ্তার করে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এ.আর. এম

বিজ্ঞাপন

মোজাফ্ফর হোসেন। গ্রেপ্তার সুজন বড়ুয়া সাইমন খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার সাঁওতাল পাড়া গ্রামের মৃত অশোক বড়ুয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুজন বড়ুয়ার বিরুদ্ধে বায়েজিদ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি ও খাগড়াছড়ির লক্ষীছড়ি থানায় চুরি ও নাশকতার দু’টি মামলা আছে।

আসামিকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন