আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে, গণভোটে ‘হ্যাঁ’ভোট দিন: হাসনাত আব্দুল্লাহ

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে, গণভোটে ‘হ্যাঁ’ভোট দিন: হাসনাত আব্দুল্লাহ

সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে এটা নিয়ে গণভোটের যে সকল মৌলিক প্রশ্ন আছে সে জায়গায় তার কোনো আলোচনাই নাই। আপনারা যদি পরিবর্তন চান তাহলে গণভোটে 'হ্যাঁ' ভোট দিবেন বলে মন্তব্য করেন এনসিপির দক্ষিণ অঞ্চলীয় মূখ্য সংগঠক ও জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন গণভোটে 'হ্যাঁ' বলি মার্কা মোদের শাপলা কলী।

রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া হাইস্কুল মাঠে নির্বাচনি পদযাত্রার উঠান বৈঠকে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হাসনাত বলেন, এবারের নির্বাচনে আমাদের আরেকটি ভোট দিতে হবে তা হলো গণভোট যাতে থাকবে 'হ্যাঁ' ও ''না' ভোটের অপশন। আপনারা যদি চান দূর্নীতি মুক্ত দেশ , চাঁদাবাজ মুক্ত সমাজ, স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশ, সংবিধান পরিবর্তন হোক গণভোটের মাধ্যমে তাহলে আগামী নির্বাচনে গণভোটে 'হ্যাঁ' ভোট দিবেন।

তিনি আরও বলেন, যারা আমাাদের ভোট দিবেনা তাদের কাছেও আমাদের একাধিক বার যেতে হবে, আপনারা তাদের কাছে বেশি যাবেন। আজকে বাসায় গিয়ে আত্বীয় স্বজন যারা বাড়ি থাকেনা তাদের মোবাইল নাম্বার নিয়ে ফোন দেবেন, অন্য ইউনিয়নে বসবাসরত পরিচিত বা আত্বীয়দের ফোন দিয়ে ভোট চাইবেন। আর যারা ভাবছেন এই মাসে বিয়ে করবেন তারা দেবিদ্বারের মধ্যে বিয়ে করার চেষ্টা করবেন।

তিনি বলেন, আগামী নির্বাচন রক্তের বিনিময়ে অর্জিত নির্বাচন, তাই যিনি যোগ্য, যিনি শিক্ষিত, ভালো মানুষ তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমরা তিনটি নির্বাচন দেখেছি যেখানে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষও ভোট দিছে। এমন নির্বাচন আমরা আর চাইনা , আপনার ভোট আপনার পছন্দের প্রার্থীকে দিবেন।

এ সময় নির্বাচনি পদযাত্রায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন