এটিএম তোহা, পটিয়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের পটিয়ায় সন্তান প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক প্রসূতিকে চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে বাধ্য হয়ে ওই নারী হাসপাতালের পাশে ঝোঁপে গিয়ে এক কন্যা সন্তান প্রসব করেন।
শনিবার (১৮ অক্টোবর) রাতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
প্রসূতির স্বামী মোহাম্মদ ইলিয়াছ জানান, পটিয়ার কেলিশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে তিনি স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন।
‘লেবার ওয়ার্ডে ওঠানোর পর সন্তান অর্ধেক বের হয়ে গেলেও নার্সরা বলেন, বাচ্চার পজিশন উলটো, এখানে ডেলিভারি সম্ভব নয়। তারা কোনো চিকিৎসা না দিয়ে রেফার করে দেয় এবং নিচে নামিয়ে দেন।
নিচে নামতেই আমার স্ত্রী প্রচণ্ড যন্ত্রণায় জঙ্গলে গিয়ে বসে পড়ে, সেখানেই সন্তানের জন্ম দেয়,’ বলেন ইলিয়াছ।
হাসপাতালের নার্স অনামিকা বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলাকালীন সময়েই বাচ্চা ডেলিভারি হয়ে গেছে।’
এ বিষয়ে জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মিনটু দে বলেন, ‘নার্সরা আমাকে জানিয়েছিলেন বাচ্চার পজিশন উলটো। সে অনুযায়ী আমি রেফার করে দিই।’
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, ‘রোগীর অবস্থা বিবেচনায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। আমরা একটি তদন্ত টিম গঠন করেছি। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা হাসপাতালে ভিড় করে প্রতিবাদ জানান। পরে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ঘটনাস্থলে এসে তদন্তের আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়।
স্থানীয়রা জানান, ‘এ ধরনের অমানবিক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাধারণ মানুষ আর সরকারি হাসপাতালের প্রতি আস্থা রাখতে পারবে না।’
চট্টগ্রামের পটিয়ায় সন্তান প্রসবের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক প্রসূতিকে চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে বাধ্য হয়ে ওই নারী হাসপাতালের পাশে ঝোঁপে গিয়ে এক কন্যা সন্তান প্রসব করেন।
শনিবার (১৮ অক্টোবর) রাতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
প্রসূতির স্বামী মোহাম্মদ ইলিয়াছ জানান, পটিয়ার কেলিশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে তিনি স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন।
‘লেবার ওয়ার্ডে ওঠানোর পর সন্তান অর্ধেক বের হয়ে গেলেও নার্সরা বলেন, বাচ্চার পজিশন উলটো, এখানে ডেলিভারি সম্ভব নয়। তারা কোনো চিকিৎসা না দিয়ে রেফার করে দেয় এবং নিচে নামিয়ে দেন।
নিচে নামতেই আমার স্ত্রী প্রচণ্ড যন্ত্রণায় জঙ্গলে গিয়ে বসে পড়ে, সেখানেই সন্তানের জন্ম দেয়,’ বলেন ইলিয়াছ।
হাসপাতালের নার্স অনামিকা বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলাকালীন সময়েই বাচ্চা ডেলিভারি হয়ে গেছে।’
এ বিষয়ে জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মিনটু দে বলেন, ‘নার্সরা আমাকে জানিয়েছিলেন বাচ্চার পজিশন উলটো। সে অনুযায়ী আমি রেফার করে দিই।’
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, ‘রোগীর অবস্থা বিবেচনায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। আমরা একটি তদন্ত টিম গঠন করেছি। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা হাসপাতালে ভিড় করে প্রতিবাদ জানান। পরে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ঘটনাস্থলে এসে তদন্তের আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়।
স্থানীয়রা জানান, ‘এ ধরনের অমানবিক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাধারণ মানুষ আর সরকারি হাসপাতালের প্রতি আস্থা রাখতে পারবে না।’
ফরিদপুরের আলফাডাঙ্গায় আমির হামজা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেবিকেলে প্রায় ৩০–৪০ যুবক দোস্ত বিল্ডিংয়ে এসে হামলা চালায় ও ভাঙচুর করে। হামলাকারীদের হাতে হকিস্টিক ও লাঠিসোঁটা ছিল। ভাঙচুর শেষে তারা ভবনটির তৃতীয় তলায় থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেয়।
৫ ঘণ্টা আগেসোহাগ হোসাইন বলেন, “গণ-অধিকার পরিষদ একটি গণমুখী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—জনগণের মতামত, সমস্যার বাস্তব চিত্র এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের জন্য সংলাপ, জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা অপরিহার্য।”
৭ ঘণ্টা আগেবন্দর থানার ওসি আফতাব আহমেদ আমার দেশকে বলেন, আটক দুজনের নাম মো. শাহাদাত ও মো. আকাশ। তারা চট্টগ্রাম শহরের বাসিন্দা। ব্যাগ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল তারা। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ওই দুই যুবক।
৭ ঘণ্টা আগে