নবী সা.কে নিয়ে কটূক্তি, চিকিৎসক আটক

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১২: ৪৬
আপডেট : ১০ জুন ২০২৫, ১৬: ২৮

বাঁশখালীতে মহানবী হজরত মোহাম্মদ সা.-কে নিয়ে কটূক্তি করায় পল্লীচিকিৎসক প্রবীর চৌধুরীকে আটক করা হয়েছে।

সোমবার রাতে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটক প্রবীর চৌধুরী বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চৌধুরী পাড়ার বাসিন্দা এবং ওই এলাকার পল্লীচিকিৎসক।

বিজ্ঞাপন

জানা গেছে, জনসম্মুখে মহানবী সা.কে নিয়ে কটূক্তি করেন পল্লীচিকিৎসক প্রবীর চৌধুরী। এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম অস্থিরতা দেখা দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম ও ওসি সাইফুল ইসলাম সরেজমিন গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ওসি বলেন, বিষয়টা একটু জটিল। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত