ফেনীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৫: ৪০

ফেনীর বিদ্যমান বন্যা পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে জেলার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব মো.মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বিভিন্ন গণমাধ্যমে ফেনীর মানুষের বরাত দিয়ে যেভাবে বলা হচ্ছে, যে তারা ত্রাণ চায় না, টেকসই বাঁধ চায়। এটা ঠিক নয়। ত্রাণ লাগবে, টেকসই বাঁধও নির্মাণ করতে হবে। কারণ আগে জীবন বাঁচানোর জন্য ত্রাণের প্রয়োজন।এরপর অবশ্যই বাঁধও নির্মাণ করা হবে এবং সেটা আমাদেরই দায়িত্ব।

তিনি বলেন, ফেনীবাসীর প্রাণের দাবি এই বেড়িবাঁধ নির্মাণের জন্য এরই মধ্যে সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার একটা মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সার্কিট হাউসে অনুষ্ঠিত উক্ত সভায় মতামত প্রকাশ করেন সেনাবাহিনীর ফেনীস্থ মহিপাল ক্যাম্পের অধিনায়ক লে.কর্ণেল ফাহিম মোনায়েম হোসেন পিএসসি, ফেনীস্থ-৪ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন জি +,ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং সকল বিভাগের প্রধানরা।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত